সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

বেলগ্রেড মিটিংয়ে ইরানি স্প্রিন্টার ফাসিহির রুপা জয়

পোস্ট হয়েছে: মার্চ ৯, ২০২২ 

news-image

ইরানি মহিলা স্প্রিন্টার ফারজানেহ ফাসিহি ২০২২ বেলগ্রেড ওপেন মিটিংয়ে রৌপ্যপদক জিতেছেন। তিনি ৬০ মিটার ইভেন্টে ৭ দশমিক ৩১ সেকেন্ড সময় নিয়ে প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান দখল করেন।ইতালীয় স্প্রিন্টার জয়নাব ডোসো ৭ দশমিক ২১ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতেছেন এবং স্লোভাকিয়ান মনিকা ওয়েগারতোভা ৭ দশমিক ৩৮ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন।ফাসিহি টোকিওতে ২০২০ অলিম্পিক গেমসে প্রতিদ্বন্দ্বিতা করা ইরানের নবম নারী। টোকিওতে তিনি নারীদের ১০০ মিটারে ইরানের প্রতিনিধিত্ব করেন। সূত্র: তেহরান টাইমস।