রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্বের ২২টি দেশে মধু রপ্তানি ইরানের

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৪, ২০২৩ 

news-image

চলতি ফারসি বছরের দশ মাসে ইরান থেকে ২২টি দেশে আড়াই মিলিয়ন ডলার মূল্যের ১৩শ ৩০ টন মধু রপ্তানি হয়েছে। ইরান চেম্বার অব কো-অপারেটিভস এর কৃষি ও খাদ্য শিল্প কমিশনের প্রধান আরসালান কাসেমির তথ্যমতে, চলতি ইরানি বছরের (২১ মার্চ ২০২২ থেকে ২০ জানুয়ারি ২০২৩) প্রথম ১০ মাসে ইরান থেকে ২ দশমিক ৫ মিলিয়ন ডলার মূল্যের মোট ১৩শ ৩০ টন মধু রপ্তানি করা হয়েছে।তিনি আরও জানান, গত ইরানি বছরের (মার্চ ২০২১ থেকে মার্চ ২০২২) একই সময়ে মধু রপ্তানি হয়েছিল ৫ দশমিক ৬ মিলিয়ন ডলার মূল্যের ১৮শ টন। ফাইন্যান্সিয়াল ট্রিবিউন এই প্রতিবেদন করেছে।চীন, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, জার্মানি, যুক্তরাজ্য, কানাডা, হংকং, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরাক এবং লেবানন ইরানি মধুর প্রধান প্রধান গন্তব্য দেশ। সূত্র: মেহর নিউজ।