মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্বের শীর্ষ প্রযুক্তিগত শহরের তালিকায় তেহরান

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১, ২০১৯ 

news-image

ইরানের রাজধানী তেহরান বিশ্বের শীর্ষ প্রযুক্তিগত শহরের তালিকায় রয়েছে বলে জানিয়েছেন দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সোরেনা সাত্তারি। এজন্য তিনি তেহরানের জ্ঞানভিত্তিক কোম্পানি ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নির্লস প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। 

শনিবার ১৭তম বেস্ট কোম্পানিজ অব পারদিজ টেকনোলজি পার্ক উৎসবে এই তথ্য জানান। তিনি বলেন, তেহরান দ্বিতীয় বছরের মতো বিশ্বের শীর্ষ ৫০টি প্রযুক্তিগত শহরের তালিকায় স্থান পেয়েছে। এটা শহরে অবস্থিত বহু বিশ্ববিদ্যালয় এবং গবেষণা ও বৈজ্ঞানিক কেন্দ্রগুলোর প্রচেষ্টারই ফল বলে জানান তিনি। 

সাত্তারি আরও বলেন, তেহরানের উল্লেখযোগ্য মানব সম্পদ, সেই সাথে অপরিমেয় একাডেমিক সম্ভাবনা রাজধানীকে উদ্ভাবনী পরিকল্পনা বিকাশের অদ্বিতীয় সুযোগ করে দিয়েছে। 

তেহরানে তারবিয়াত মোদারেস ইউনিভার্সিটি, তেহরান ইউনিভার্সিটি ও আমির কবির ইউনিভার্সিটিসহ শহর জুড়ে থাকা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে ২১টি অপারেশনাল পার্ক রয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।