রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্বের দীর্ঘতম কানাত ইরানের জার্চ

পোস্ট হয়েছে: নভেম্বর ১, ২০২১ 

news-image

বিশ্বের দীর্ঘতম কানাত (চ্যানেল) হিসেবে পরিচিত জার্চ সম্প্রতি পুনরুদ্ধার করা হয়েছে। দীর্ঘতম ভূগর্ভস্থ জলরাশিটি মধ্য ইরানের আধা-শুষ্ক ইয়াজদ প্রদেশে ৮০ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত।ইয়াজদের উত্তরপূর্বে অবস্থিত ফাহরাজ গ্রাম থেকে চ্যানেলটি শুরু হয়েছে এবং এটি ৩০ থেকে ৪০ মিটার ভূপৃষ্ঠের নিচে ছড়িয়ে রয়েছে। চ্যানেলটি গিয়ে জার্চে পৌঁছেছে। এখান থেকে এখনও নিচু জমিতে সেচদান করা হয়।একটি জরিপের তথ্যমতে, ১ লাখ ২০ হাজার প্রাচীন উপতল জল সরবরাহ ব্যবস্থার মধ্যে ৩৭ হাজার বর্গমিটার এখনও সক্রিয়। ইরানে এখনও শুষ্ক এবং আধা-শুষ্ক অঞ্চলে সেচদানের কাজে এই অংশটি ব্যবহার করা হয়।ইরানের সম্মিলিতভাবে ১১টি কানাত ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় ‘ফারসি কানাত’ শিরোনামে স্থান পেয়েছে।  সূত্র: তেহরান টাইমস।