বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্বে ১৬তম কার উৎপাদনকারী দেশ ইরান

পোস্ট হয়েছে: এপ্রিল ২, ২০১৮ 

news-image

বিশ্বে ২০১৬ সালে সর্বোচ্চ সংখ্যক কার উৎপাদনকারী দেশগুলোর তালিকায় ১৬তম স্থান অর্জন করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।  আন্তর্জাতিক অটোমোবাইল সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মোটর ভিহেক্যাল ম্যানুফেকচারার্স (ওআইসিএ) এর সর্বশেষ তালিকায় এই চিত্র ‍উঠে এসেছে।

ইরানি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালে ইরান সর্বমোট ১৫ লাখ ১৫ হাজার ৩৯৬টি কার উৎপাদন করেছে।  যা আগের বছরের তুলনায় ১৮ দশমিক ১৯ শতাংশ বেশি।

ওই প্রতিবেদন মতে, গত বছর বিশ্বে সর্বোচ্চ সংখ্যক কার উৎপাদনকারী দেশ ছিল চীন।  দেশটি ২ কোটি ৯০ লাখ ১৫ হাজার ৪৩৪টি কার উৎপাদন করেছে।

ইরানের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড রেভল্যুশন অরগানাইজেশন (আইডিআরও) এর প্রধান মানসুর মোয়াজামি বলেন, ২০১৬ সালের জানুয়ারিতে পরমাণু চুক্তি বাস্তবায়ন শুরুর পর থেকে দেশের অভ্যন্তরে যাত্রীবাহী কার উৎপাদনে ইরান বিদেশি কার নির্মাতাদের সঙ্গে ছয়টি চুক্তি সই করেছে।

ইরানের শুল্ক প্রশাসনের তথ্য মতে, গত ফারসি বছরের ১১তম মাসের শেষ নাগাদ (১৯ ফেব্রুয়ারি) ইরান ৬৬ হাজার ১৯৬টি কার আমদানি করেছে।  যার মূল্য ১ দশমিক ৭৫৬ বিলিয়ন মার্কিন ডলার।  সূত্র: তেহরান টাইমস।