বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্বব্যাপী ৪৩ দেশে ইরানের ৯৫ স্কুল

পোস্ট হয়েছে: এপ্রিল ৭, ২০২০ 

news-image

বিশ্বব্যাপী ৪৩টি দেশে ৯৫টি স্কুল প্রতিষ্ঠা করেছে ইরান। ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা গোলামরেজা কারিমি রোববার এই তথ্য জানান।

ইরানি বার্তা সংস্থা আইএসএনএ তার বরাত দিয়ে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন, সিরিয়া, লেবানন, জর্দান, তুরস্ক, ভারতীয় উপমহাদেশ ও ইউরোপে সাতটি অফিসের তত্ত্বাবধানে স্কুলগুলো পরিচালিত হচ্ছে। বিদেশি এসব স্কুলে বর্তমানে ১৪ হাজার ২৭ জন ইরানি শিক্ষার্থী পড়ালেখা করছে বলে জানান তিনি।

কারিমি আরও জানান, ইরানে বিদেশি নাগরিকদের জন্য ১৪টি স্কুল, আফগান নাগরিকদের জন্য ১১টি এবং ৪টি আন্তর্জাতিক স্কুল, ১১টি বেসরকারি স্কুল ও বিভিন্ন দেশের দূতাবাস অধিভুক্ত ৯টি স্কুল চলমান রয়েছে। সূত্র: তেহরান টাইমস।