মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ইরানের দল ঘোষণা

পোস্ট হয়েছে: মে ২৬, ২০২১ 

news-image

বাহরাইনে অনুষ্ঠিতব্য ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন ইরানি কোচ ড্রাগন স্কোসিক। এলক্ষ্যে মঙ্গলবার তেহরানে দুদিনের প্রশিক্ষণ শিবিরে যোগ দেবে দলটি। এরপর কিশ দ্বীপ ভ্রমণে গিয়ে বৃহস্পতিবার থেকে ৩১ মে পর্যন্ত প্রশিক্ষণ চালিয়ে যাবেন দেশটির ফুটবলাররা।

ইরান বাছাইপর্বের গ্রুপ সি তে ৩ থেকে ১৫ জুন হংকং, বাহরাইন, কম্বোডিয়া ও ইরাকের সাথে প্রতিযোগিতায় অংশ নেবে।

৫ দলের গ্রুপে ছয় পয়েন্ট নিয়ে ফারসি স্কোয়াড তৃতীয় স্থানে রয়েছে। অন্যদিকে পাঁচ ম্যাচ শেষে ১১ পয়েন্ট নিয়ে ইরাক প্রথম ও ৯ পয়েন্ট নিয়ে বাহরাইন দ্বিতীয় অবস্থানে রয়েছে। সূত্র: তেহরান টাইমস।