সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

বিশ্বকবি শেখ সাদি শিরাজি জাতীয় দিবস উদযাপন

পোস্ট হয়েছে: এপ্রিল ২১, ২০২৫ 

news-image

ইরানের বিখ্যাত কবি শেখ সাদির স্মরণে দেশটিতে প্রতি বছর ২১ এপ্রিল পালিত হয় জাতীয় সাদি শিরাজি দিবস।ইরান শতাব্দীর পর শতাব্দী ধরে সাহিত্যের ভূমি। সাদি শিরাজি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইরানি কবিদের মধ্যে একজন। তার কবিতা বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে।

সাদির পুরো নাম হচ্ছে আবু-মুহাম্মাদ মুসলেহ উদ্দিন বিন আব্দুল্লাহ শিরাজি। তবে তিনি ছদ্মনাম সাদি হিসেবে বেশি পরিচিত।

ইরানের এই মহাকবি জন্মগ্রহণ করেন ১২০০ খ্রিস্টাব্দে আর পরলোকগমন করেন ১২৯২ সালে। তিনি ছিলেন মধ্যযুগের অন্যতম প্রধান ফারসি কবি। সাদির জগদ্বিখ্যাত রচনাবলির মধ্যে বুস্তান, গুলিস্তান অন্যতম।

ফারসিভাষী দেশের বাইরেও সাদি বিশ্বব্যাপী সমাদৃত। তার লেখার মান এবং সামাজিক ও নৈতিক চিন্তার গভীরতার জন্য তার কদর করা হয়। ধ্রুপদি সাহিত্যের ক্ষেত্রে সাদিকে একজন উঁচু মানের কবি ধরা হয়।

সাদিকে ব্যাপকভাবে শাস্ত্রীয় সাহিত্যের ঐতিহ্যের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে স্বীকৃতি দেয়া হয় এবং তিনি পারস্যদেশীয় পণ্ডিতদের মধ্যে ‘মাস্টার অব স্পিচ’ শিক্ষক বা ‘দ্য মাস্টার’ (শিক্ষক) উপাধি অর্জন করেন। পশ্চিমা ঐতিহ্যগুলিতেও তাকে উদ্ধৃত করা হয়েছে।

দিবসটি উপলক্ষে প্রতি বছর কবির জন্মস্থান শিরাজ নগরীতে সাদির রচিত সংগীত পরিবেশনার আয়োজন করা হয়।বিখ্যাত সংগীত শিল্পীরা সংগীত পরিবেশন করেন।  এবারও দিবসটি উপলক্ষে বার্তা দিয়েছেন ইসলামি বিপ্লবের নেতা। সূত্র: মেহর নিউজ