বিশ্ব সামরিক গেমসে ইরানি কুস্তিগীরের স্বর্ণজয়
পোস্ট হয়েছে: অক্টোবর ২৭, ২০১৯
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2019/10/image_650_365-1-1.jpg)
চীনে চলমান ওয়ার্ল্ড মিলিটারি গেমসে ইরানি গ্রেকো-রোমান কুস্তিগীর পেজমান পোশতাম স্বর্ণপদক জিতেছেন। পোশতাম বৃহস্পতিবার পুরুষদের ৭৭ কেজি ক্যাটাগরির ফাইনালে আজারবাইজানের হাসান আলিয়েভকে পরাজিত করেন, ঘরে তোলেন সোনার মেডেল।
এই বিভাগে উত্তর কোরিয়া, জার্মান ও রোমানিয়ার কুস্তিগীরদের হারিয়ে প্রথম স্থান অধিকার করেন ইরানি এই সামরিক কর্মকর্তা। এছাড়া ইরানের আমিন মির্জাজায়েহ পুরুষ ১৩০ কেজির গ্রেকো-রোমান বিভাগে প্রতিযোগিতা করে তৃতীয় স্থান লাভ করেন, ঘরে তোলেন ব্রোঞ্জ মেডেল।
বিশ্ব সামরিক গেমসে সাইক্লিং, ওরিয়েন্টিয়ারিং, রেসলিং, লাইফ-সেভিং, ভলিবল, তীরন্দাজ, প্যারাশুটিং, ট্র্যাক এবং ফিল্ডের মতো বেশ কয়েকটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এতে ইরান থেকে ১শ সামরিক অ্যাথলেট অংশ নিয়েছেন।