সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ইরানি বিশ্ববিদ্যালয়গুলোর উন্নতি

পোস্ট হয়েছে: জুন ১৩, ২০২১ 

news-image

শিক্ষাবিষয়ক যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান কোয়াককোয়ারেল সাইমন্ডস (কিউএস) র‌্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা ১৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় এবারও অবস্থানের উন্নতি করেছে ইরানের ছয় বিশ্ববিদ্যালয়।

বিশ্ব র‌্যাংকিংয়ে সেরা ১৩শ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পাওয়া ইরানের ছয় বিশ্ববিদ্যালয় হলো- শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি; র‌্যাঙ্ক ৩৮১, আমির কবির ইউনিভার্সিটি অব টেকনোলজি; র‌্যাঙ্ক ৪৬৫, তেহরান বিশ্ববিদ্যালয়; র‌্যাঙ্ক ৫২১ থেকে ৫৩০ এর মধ্যে, ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি; র‌্যাঙ্ক ৫৪১ থেকে ৫৫০ এর মধ্যে, শিরাজ ইউনিভার্সিটি; র‌্যাঙ্ক ৭৫১ থেকে ৮০০ এর মধ্যে ও শহিদ বেহেসতি ইউনিভার্সিটি; র‌্যাঙ্ক ১০০১ থেকে ১২০০ এর মধ্যে রয়েছে।

এই র‌্যাঙ্কিংয়ে মুসলিম বিশ্বের ২৪টি দেশ অংশগ্রহণ করে। এর মধ্যে মালয়েশিয়া ২২টি, তুরস্ক ২১টি ও ইন্দোনেশিয়া ১৬টি বিশ্ববিদ্যালয়ে নিয়ে ধারাবাহিকভাবে মুসলিম বিশ্বের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে।

কিউএস প্রতি বছর মোট ১১টি আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিং প্রকাশ করে।গত ১০ বছরের মতো এবারও কিউএস তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। এ ছাড়া, ২০২২ সালের তালিকায় শীর্ষ পাঁচে রয়েছে ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ ও হার্ভার্ড ইউনিভার্সিটি। সূত্র: তেহরান টাইমস।