বৃহস্পতিবার, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্ব রেসলিং ক্লাবস কাপের শিরোপা জিতলো ইরান

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৩, ২০২৩ 

news-image

বিশ্ব রেসলিং ক্লাব কাপের সপ্তম আসরের শিরোপা  জিতেছে ইরানের শাহর ব্যাংক।ফাইনালে ইরানি দল রাশিয়ার দল ইভান পোডডুবনিকে ৬-৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব  অর্জন করে।ইরান ফাইনালে পৌঁছাতে জর্জিয়া (১০-০) এবং কাজাখস্তান (৯-১) ফ্রিস্টাইল রেসলিং দলকে পরাজিত করে। অন্যদিকে, রাশিয়া ভারত (৯-১) এবং আর্মেনিয়াকে (৯-১) হারায়।এছাড়াও, ব্রোঞ্জ পদকের ম্যাচে কাজাখস্তানকে ৭-৩ গোলে হারিয়েছে ভারত। ওয়ার্ল্ড রেসলিং ক্লাবস কাপ হচ্ছে খেলাটির বিশ্ব পরিচালনা সংস্থা ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (ইউডব্লিউডব্লিউ) এর সদস্য দেশগুলির প্রতিনিধিত্বকারী দলগুলির মধ্যে একটি আন্তর্জাতিক রেসলিং ক্লাব প্রতিযোগিতা। সূত্র: তেহরান টাইমস।