বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্ব প্যারা তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে ৮ পদক ইরানের

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২, ২০২৪ 

news-image

ইরানি প্যারা তায়কোয়ান্দো দল বাহরাইনে অনুষ্ঠিত বিশ্ব প্যারা তায়কোয়ান্দো পুমসে চ্যাম্পিয়নশিপে আটটি রঙিন পদক জিতেছে। ওয়ার্ল্ড প্যারা তায়কোয়ান্দো পুমসে চ্যাম্পিয়নশিপ ২৯ নভেম্বর মানামায় অনুষ্ঠিত হয়। এতে ১৫টি দেশের ৫৬ জন তায়কোয়ান্দো যোদ্ধা অংশ নেন।

ইরানের ক্রীড়াবিদ জাহরা রহিমি, আইলার জামি, আমির হোসেন আলিজাদে, আমির মোহাম্মদ হাগিঘাটসেনাস এবং আবোলফজল ইমানি পাঁচটি স্বর্ণপদক জিতেছেন।

অন্যদিকে, নার্গেস জাভাদি, রোজা ইব্রাহিমি এবং রোমিনা চাম সুরকিও তিনটি ব্রোঞ্জ পদক জিতেছেন।

সুত্রঃ মেহর নিউজ