বুধবার, ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

বিশ্ব তায়েকোন্দো চ্যাম্পিয়নশিপে পতাকা বহন করবেন ইরানের কিমিয়া

পোস্ট হয়েছে: জুন ১৯, ২০১৭ 

news-image

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ২৩তম বিশ্ব তায়েকোন্দো চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বহন করবেন রিও অলিম্পিকে প্রথম কোনো ইরানি নারী হিসেবে পদক বিজয়ী কিমিয়া আলীজাদেহ। বিশ্ব তায়েকোন্দো ফেডারেশন (ডাব্লিউটিএফ) পতাকা বহনকারী হিসেবে তাকে নির্বাচিত করেছে। আগামী ২৪ জুন খেলা শুরু হয়ে চলবে ৩০ জনু পর্যন্ত।

১৮ বছর বয়সি ইরানি তরুণী কিমিয়া আলীজাদেহ রিও অলিম্পিকে তায়কোয়ান্দো প্রতিযোগিতায় মেয়েদের ৫৭ কেজি ওজনশ্রেণিতে ব্রোঞ্জ পদক জিতে ব্যাপক সাড়া ফেলে দেন। এর মাধ্যমে তিনি অলিম্পিকে প্রথম কোনো ইরানি নারী হিসেবে পদক জেতার গৌরব অর্জন করেন।

মেহের নিউজ এজেন্সির খবরে বলা হয়, উদ্বোধনী অনুষ্ঠানে ডাব্লিউটিএফ এর নতুন লোগো উম্মোচন করা হবে। অনুষ্ঠানে আলী জাদেহ এ নতুন লোগো সংবলিত ডাব্লিউটিএফ এর বিশেষ সাজসজ্জা গ্রহণ করবেন।

ইরানি তায়েকোন্দো টিম রোববার রাতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা করেছে। সূত্র: মেহের নিউজ।