বিশ্ব তায়কোয়ান্দো র্যাঙ্কিংয়ে শীর্ষে ইরানের নাহিদ কিয়ানি
পোস্ট হয়েছে: জুলাই ৫, ২০২৩
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2023/07/4579824.jpg)
বিশ্বের সেরা তায়কোয়ান্দো অ্যাথলেটদের সর্বশেষ র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান দখল করলেন ইরানের তায়কোয়ান্দো অ্যাথলেট নাহিদ কিয়ানি। বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং রোম গ্র্যান্ড প্রিক্সের স্কোর অন্তর্ভুক্ত করে জুলাই ২০২৩-এর জন্য সর্বশেষ বিশ্ব এবং অলিম্পিক র্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব তায়কোয়ান্দোর অফিসিয়াল ওয়েবসাইট।
নাহিদ কিয়ানি ৫৭-কেজি বিভাগে অলিম্পিক র্যাঙ্কিংয়ে ৩১১ দশমিক ০৭ পয়েন্ট সংগ্রহ করেছেন এবং দশ ধাপ উন্নতি করে অলিম্পিক র্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে উঠে গেছেন।
অন্যদিকে, সর্বশেষ বিশ্ব তায়কোয়ান্দো র্যাঙ্কিংয়ে নাহিদ কিয়ানি ২৩৭ দশমিক ৩৮ পয়েন্ট নিয়ে ৯ ধাপ উন্নতি করে এখন বিশ্বের প্রথম স্থানে রয়েছেন। সূত্র: মেহর নিউজ।