শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্ব চ্যালেঞ্জ কাপ চ্যাম্পিয়ন ইরান

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২, ২০১৯ 

news-image

ইরানের জাতীয় হুইলচেয়ার বাস্কেটবল টিম জাপানের টোকিওতে অনুষ্ঠিত ২০১৯ বিশ্ব চ্যালেঞ্জ কাপের শিরোপা লাভ করেছে। ফাইনাল ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে ৮৪-৫৮ পয়েন্টের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টিম মেল্লি। 

এই টুর্নামেন্টে এরআগে ইরান অস্ট্রেলিয়াকে ৭৫-৬২ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে। এছাড়া দক্ষিণ কোরিয়াকে ৭৬-৫৯ ও স্বাগতিক জাপানকে ৬৩-৫৭ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে ফারসি স্কোয়াড। ধারাবাহিক জয় ছিনিয়ে নিয়ে এগিয়ে যায় শিরোপা জয়ের দ্বারপ্রান্তে। 

জাপানের রাজধানী টোকিওতে এবার নিয়ে তৃতীয়বারের মতো ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপ অনুষ্ঠিত হয়। জাপানি হুইলচেয়ার বাস্কেটবল ফেডারেশন আয়োজিত এই টুর্নামেন্টের লক্ষ্য পুরুষদের জাতীয় দলের শক্তি জোরদার করতে সহায়তা করা। সেই সাথে টোকিও ২০২০ প্যারালিম্পিক গেমসের জন্য জাতীয় দলকে প্রস্তুত করা ।

সূত্র: তেহরান টাইমস।