বিবি খাদিজাকে নিয়ে চলচ্চিত্র বানাবে ইরান
পোস্ট হয়েছে: এপ্রিল ২৮, ২০২১

ইরানের কোমে দি রিলিজিয়ন অব স্পিরিচুয়ালিটি আর্ট অ্যান্ড কালচার ইন্সটিটিউট হযরত খাদিজাকে নিয়ে একটি চলচ্চিত্র তৈরি করবে যেখানে নবীজির (সাঃ) সহধর্মিণীর জীবনকে তুলে ধরা হবে। এক সাংবাদিক সম্মেলনে ইন্সটিটিউটের পরিচালক হোজ্জাতুলইসলাম হোজ্জাত বলেন, এ চলচ্চিত্র নির্মাণে পেশাগত, অভিজ্ঞ কলাকুশলীদের সুযোগ দেওয়া হবে। তিনি বলেন, ইসলামের সুমহান আদর্শ তুলে ধরতে এবং চলচ্চিত্র ও টেলিভিশনের মাধ্যমে বিশ্বের মুসলমানদের ইসলামের রোল মডেলদের সম্পর্কে ধারণা সৃষ্টি করে তাদের আরো ঐক্যবদ্ধ করে তুলতে এধরনের চলচ্চিত্র বিশেষ ভূমিকা রাখবে। মালেকি বলেন, বিবি খাদিজা নবীজিকে বস্তুগত ও ধর্মীয়ভাবে সমর্থন করে গেছেন এবং তাকে নিয়ে চিত্রনাট্য তৈরি করতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনাট্যকারদের সহায়তা নেওয়া হবে। এই চিত্রনাট্য অন্য ইসলামি ব্যক্তিত্বদের জীবন সম্পর্কে আরও চলচ্চিত্র ও অ্যানিমেশন নির্মাণে একটি ভূমিকা হতে পারে। এধরনের চলচ্চিত্র নির্মাণে মহান ইসলামি চিন্তাবিদদের সাহায্য নেওয়া হবে। মালেকি সমস্ত সংস্কৃতি ও ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি কর্মী ও শিল্পীদের, বিশেষত চিত্রনাট্যকারদের, একটি আদর্শ চলচ্চিত্র নির্মাণের জন্য এই প্রকল্পে যুক্ত হওয়ার আহ্বান জানান। তেহরান টাইমস