বিদেশে ৬টি নতুন বাণিজ্য কেন্দ্র স্থাপন ইরানের
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২, ২০২২

ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রী রেজা ফাতেমি-আমিন বলেছেন, তার মন্ত্রণালয় নির্ধারিত বাজারে বাণিজ্যের সুবিধার্থে অন্যান্য দেশে ছয়টি নতুন বাণিজ্য কেন্দ্র স্থাপন করেছে। মঙ্গলবার মন্ত্রণালয়ের নিউজ পোর্টালে এই খবর জানানো হয়।
ফাতেমি-আমিন ইরানের জাতীয় টিভিকে বলেন,‘‘আমরা ছয়টি নতুন ব্যবসা কেন্দ্র সেই সাথে দুটি রপ্তানি টার্মিনাল স্থাপন করেছি, যা অনেক চ্যালেঞ্জের সমাধান করবে এবং আমাদের গন্তব্য বাজারে ছয়টি বাণিজ্যিক অ্যাটাচে ছিল, যার মধ্যে চারটি যুক্ত করা হয়েছে।’’ রপ্তানি ও বৈদেশিক বাণিজ্যের উন্নয়নে তার মন্ত্রণালয়ের কর্মসূচির কথা উল্লেখ করে ফাতেমি-আমিন বলেন, প্রকৌশল ও প্রযুক্তিগত সেবার রপ্তানি আগের বছরে যেখানে ৭০০ মিলিয়ন মার্কিন ডলার ছিল, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১.৮ বিলিয়ন ডলারে। ইরানি এই কর্মকর্তার মতে, দেশে রপ্তানি আয়ের প্রত্যাবর্তন আট শতাংশ বেড়েছে এবং অন্যান্য দেশের সাথেও ৬৫০টি বিনিময় বাণিজ্যের ঘটনা পরিচালিত হয়েছে। সূত্র: তেহরান টাইমস।