রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিজ্ঞানে কুরআনের অবদান নিয়ে তেহরানে আন্তর্জাতিক সম্মেলন

পোস্ট হয়েছে: নভেম্বর ২৫, ২০১৯ 

news-image

ইরানের রাজধানী তেহরানে আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর বিজ্ঞানে কুরআনের অবদান শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।দ্বিতীয়বারের মত জাতীয় পর্যায়ে এবং প্রথমবারের মত আন্তর্জাতিক এ সম্মেলনের আয়োজন করেছে তেহরানের মালেক আশতার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শহীদ বেহেস্তি বিশ্ববিদ্যালয়ের কুরআনিক মিরাকেলস রিসার্চ সেন্টারের ফ্যাকাল্টি মেম্বার মোস্তাফা বোরহানি জানান দুই দিনব্যাপী এ সম্মেলনে বৈজ্ঞানিক তত্ত্বের উন্নয়নে কুরআনের ভূমিকা নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। বোরহানি বলেন, বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে কুরআনের অবদান ছাড়াও অর্থনীতি, শিক্ষামূলক বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, আইন, ব্যবস্থাপনা, মনোবিজ্ঞান, ধর্মীয় তত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস ও ইসলামিক স্টাডিজ নিয়েও এ সম্মেলনে আলোচনা হবে।

এছাড়া আন্তর্জাতিক এই সম্মেলনে জীববিজ্ঞান, ভূতত্ত্ব, মহাজাগতিক ও জ্যোতির্বিজ্ঞানের মত অভিজ্ঞতাবাদী বিজ্ঞানের বিকাশে কুরআনের অবদান নিয়ে বিশেষজ্ঞরা আলোচনা করবেন। সম্মেলনে প্যানেলভিত্তিক আলোচনা ছাড়াও উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান থাকবে।  মেহর নিউজ।