শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিজ্ঞানে আরো এগিয়ে গেল ইরান

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৯, ২০১৬ 

news-image

বিশ্বে বিজ্ঞানের অগ্রযাত্রায় আরো দুই ধাপ এগিয়ে গেল ইরান। ২০১৩ সালে বিশ্বে বিজ্ঞানের বিভিন্ন কর্মকাণ্ডে অবদান রাখার ক্ষেত্রে যে স্থান রয়েছে সেই রেটিংএর সঙ্গে সংযুক্ত হয় ইরান। বিজ্ঞানের দিক থেকে ইরানের আন্তর্জাতিক অবস্থান ছিল তখন ১৮তম। বর্তমানে তা উঠে এসেছে ১৬ তম স্থানে। পারস্য উপসাগর ও মধ্যপ্রাচ্যে বিজ্ঞানের দিক থেকে ইরান যে শুধু সর্বোচ্চ স্থানে রয়েছে তা নয়, মুসলিম দেশগুলোর তালিকায় দেশটি রয়েছে শীর্ষ স্থানে। এ খবর দিয়েছে ইরনা

প্রাপ্ত তথ্য অনুয়ায়ী বিশ্বে বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে গবেষণা ও উৎপাদনের দিক থেকে ইরানের প্রবৃদ্ধি আরো শূন্য দশমিক দুই ভাগ বৃদ্ধি হয়েছে। ইনফরমেশন সাইন্স ইনস্টিটিউট যে তথ্য দিচ্ছে সে অনুসারে বিজ্ঞানের গবেষণা ও নিত্য নতুন আবিস্কারে আগামী বছরগুলোতে ইরান আরো এগিয়ে যাবে। এর কারণ হিসেবে বলা হয়েছে, ইরান আন্তর্জাতিক মানের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে চুক্তিবদ্ধ হচ্ছে এবং কার্যকর সম্পর্ক গড়ে তুলছে। বিশেষ করে ইরানের ওপর থেকে অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর পারমাণবিক ইস্যুতে দেশটির সঙ্গে যে আন্তর্জাতিক বোঝাপড়া হয়েছে তার ফলেই বিজ্ঞানে ইরানের আরো এগিয়ে যাওয়ার পথ সৃষ্টি হয়েছে।সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন