বিজ্ঞান ও প্রকৌশল গ্রাজুয়েটদের তালিকায় বিশ্বে ইরান দ্বিতীয়
পোস্ট হয়েছে: আগস্ট ৩০, ২০১৬

গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০১৬ অনুযায়ী ইরান ১২৮টি দেশের মধ্যে বিজ্ঞান ও প্রকৌশল গ্রাজুয়েটদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। একই সঙ্গে ইরান তৃতীয় পর্যায়ের শিক্ষায় বিশ্বে চতুর্থ স্থান অধিকার করেছে। মেধা বিকাশে ইরান রয়েছে ২৬ তম স্থানে। এছাড়া শিক্ষার প্রশাখা তালিকাভুক্তিতে ৩১, সাধারণ অবকাঠামোতে ৪১, মানবসম্পদও গবেষণায় ৪৮ ও মেধা নতুনত্বের দক্ষতায় ৫১তম স্থান অধিকার করেছে ইরান।
তেহরানে অবস্থিত জাতিসংঘের তথ্য কেন্দ্র জানিয়েছে, করনেল ইউনিভার্সিটি, আইএনএসইএডি বিজনেস স্কুল এবং দি ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন সম্প্রতি এ গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০১৬ প্রকাশ করেছে। ১২৮টি দেশের অর্থনীতি বিবেচনা করে ৮২টি সূচক পর্যালোচনা করে এ ইনডেক্স তৈরি করা হয়েছে।
দি ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের মহাপরিচালক ফ্রান্সিস গারি মনে করেন, মেধার নতুনত্বে বিনিয়োগ একটি জটিল বিষয় যদিও তা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধিতে ভূমিকা রাখে।
সূত্র: ইরনা, রিয়াল ইরান অনলাইন।