শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিচ সকারে যুক্তরাষ্ট্রকে হারাল ইরান

পোস্ট হয়েছে: নভেম্বর ৩, ২০১৬ 

news-image

পঞ্চম বিচ সকার ইন্টারন্যাশনাল কাপে যুক্তরাষ্ট্রকে হারিয়েছে ইরান। দুবাইতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ইরানের টিম মেলি যুক্তরাষ্ট্র দলকে ৬-২ ব্যবধানে হারায়। আগামী বুধবার ইরান খেলবে মিশরের বিরুদ্ধে। ব্রাজিল ও রাশিয়ার মত শক্তিশালী দলকে ইরান হারাবে বলে আশা করছে দলটির খেলোয়াড়রা।

গ্রুপ বিতে খেলছে ইরান, রাশিয়া ও মিশর । ২০১৪ সালে গ্রুপ এতে ইরান খেলেছিল ব্রাজিল, তাহিতি ও পোলা-। ২০১১ সালে বিচ সকার টুর্নামেন্ট শুরু হবার পর আগামী বছরেও এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হবে। ফিফা কনফেডারেশন কাপের মতই  এধরনের টুর্নামেন্টে অংশগ্রহণ করা খুব একটা বাধ্যবাধকতার মধ্যে পড়ে না। সূত্র: তেহরান টাইমস