বায়ো-ক্যাপসুলে করে মহাকাশে বানর পাঠিয়েছে ইরান
পোস্ট হয়েছে: জানুয়ারি ৩০, ২০১৩
মহাকাশে মানুষ পাঠানোর প্রস্তুতি হিসেবে পিশগাম বা অভিযাত্রী নামের বায়ো-ক্যাপসুলে করে মহাকাশে বানর পাঠিয়েছে ইরান। এর মাধ্যমে ইরান মহাকাশ গবেষণার ক্ষেত্রে সাফল্যের আরেকটি চূড়া অতিক্রম করল। বিশ্বের হাতে গোনা মাত্র কয়েকটি দেশ মহাকাশে জীবন্ত প্রাণী পাঠাতে সক্ষম হয়েছে।
বায়ো-ক্যাপসুলটি পূর্ব-নির্ধারিত গতিতে নির্দিষ্ট উচ্চতায় (১২০ কিলোমিটার) পৌঁছার পর জীবন্ত বানরটি নিয়ে আবার ভূ-পৃষ্ঠে ফিরে এসেছে।
সংগ্রহ: রেডিও তেহরান