বাণিজ্য বাড়াতে স্থানীয় মুদ্রায় লেনদেন করবে ইরান-তুরস্ক
পোস্ট হয়েছে: অক্টোবর ২২, ২০১৭

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরির তুরস্ক সফরে সেন্ট্রাল ব্যাংক অব ইরানের গভর্নর বালিওল্লাহ সেইফ ও তার তুর্কি প্রতিপক্ষ মুরাত কেতিনকায়ারের মধ্যে চুক্তিটি সই হয়। চুক্তি অনুযায়ী ইরানি মুদ্রা রিয়াল ও তুরস্কের লিরা সহজেই বিনিময় বা রূপান্তর করা যাবে। এতে মুদ্রা বিনিময় ও ব্যবসার জন্য মুদ্রা হস্তান্তরে খরচ কমবে। এতদিন দেশ দুটি দ্বিপাক্ষিক বাণিজ্যিক লেনদেনের জন্য ইউরো ব্যবহার করে আসছিল।
এছাড়া চুক্তি মোতাবেক ৫ বিলিয়ন লিরা এবং এর সমপরিমাণ ইরানি রিয়েলের ক্রেডিট লাইন বরাদ্দ দেয়া হবে। বরাদ্দকৃত এই অর্থ সীমান্তের উভয় পক্ষের ব্যবসায়ীদের ঋণপত্র খোলার প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যবহার করা হবে।
জাহাঙ্গিরির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেন, ‘‘অর্থনৈতিক সম্পর্ক বিকাশে স্থানীয় মুদ্রায় বাণিজ্য করা সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই বিষয়ে দুদেশের কেন্দ্রীয় ব্যাংক সম্মত হয়েছে এবং এই চুক্তি কীভাবে বাস্তবায়ন করা যায় তা অন্য ব্যংকগুলোকে অবগত করবে কেন্দ্রীয় ব্যাংক।- তেহরান টাইমস।