বসন্ত নাগাদ প্রাপ্তিসাধ্য হবে ইরানি ভ্যাকসিন
পোস্ট হয়েছে: জানুয়ারি ১৪, ২০২১
ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকি বলেছেন, সরকার বিভিন্ন চ্যানেল থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করার জন্য সকল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করা হচ্ছে বসন্ত নাগাদ দেশে করোনা টিকার গণউৎপাদন শুরু হবে।
বুধবার একটি টেলিভিশনে সম্প্রচারিত সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা বিভিন্ন উৎস থেকে ভ্যাকসিন সরবরাহে কাজ করছি এবং আমরা বিশেষজ্ঞ-অবিশেষজ্ঞ নির্বিশেষে সবার সাথেই কাজ করছি।
সাইদ নামাকি বলেন, আমরা শিগগিরই ভ্যাকসিন আমদানি করব এবং অগ্রাধিকার গোষ্ঠীর জন্য ইতোমধ্যে ইনজেকশন প্রোটকল প্রস্তুত করা হয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।