বর্ষসেরা ইসলামি বিপ্লব শিল্পী নির্বাচিত হলেন সুরকার হোমায়ুনফার
পোস্ট হয়েছে: এপ্রিল ২৩, ২০২৫

প্রখ্যাত সুরকার কারেন হোমায়ুনফারকে বর্ষসেরা ইসলামি বিপ্লব শিল্পীর খেতাব দেওয়া হয়েছে। গত রোববার সন্ধ্যায় ইরানের ইসলামি আদর্শ প্রচার সংস্থা (আইআইডিও) এর আর্ট ব্যুরো আয়োজিত ১১তম ইসলামিক বিপ্লব শিল্প সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে তাকে একটি বিশেষ পুরষ্কার সহ এই সম্মাননা দেয়া হয়।
শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে নির্মিত তার সঙ্গীত অ্যালবাম ‘সাইয়্যেদ আল-উম্মাহ’ এর জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন।
হোমায়ুনফার বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ইব্রাহিম হাতামিকিয়া ও আহমেদরেজা দারভিশ এবং আইআইডিওর পরিচালক হোজাতোলেসলাম মোহাম্মদ কোমি ও আর্ট ব্যুরোর পরিচালক মোহাম্মদ-মেহদি দাদমানের কাছ থেকে তার পুরস্কার গ্রহণ করেন। সম্মাননা পেয়ে তিনি বলেন, ‘আমি অনেক পুরস্কার পেয়েছি, তবে এটি সত্যিই অসাধারণ।’
তিনি আরও বলেন, “ইরানের জনগণ এবং তাদের প্রতি আমার ভালোবাসা গভীর, এবং এখন আমার কাজ আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।’’ সূত্র: তেহরান টাইমস