বন্ধু দেশগুলোতে বৈজ্ঞানিক অর্জন সরবরাহে প্রস্তুত ইরান
পোস্ট হয়েছে: ডিসেম্বর ৩, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/12/3449393.jpg)
ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী হোসেইন সালার আমোলি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান ইরাকসহ বন্ধু দেশগুলোতে বৈজ্ঞানিক অর্জন উপস্থাপন করতে প্রস্তুত রয়েছে।
মঙ্গলবার ইরান-ইরাক যৌথ বৈজ্ঞানিক কমিটির ভারচুয়াল বৈঠকে তিনি একথা বলেন। বৈঠকে তিনি অঞ্চল ও বৈশ্বিক পর্যায়ে ইরানি বিশ্ববিদ্যালয়গুলোর বৈজ্ঞানিক অবস্থান তুলে ধরেন। আমোলি বলেন, ইরানি বিশ্ববিদ্যালয়গুলোর ভালো ও সন্তোষজনক বৈজ্ঞানিক র্যাঙ্কিং থাকা মানে বোঝায়- দুদেশের মধ্যে বৈজ্ঞানিক সম্পর্ক জোরদার করলে ইরাক আন্তর্জাতিক বিজ্ঞান অভিজ্ঞতা থেকে ভালো কিছু অর্জন করার সুযোগ পাবে।
তিনি আরও বলেন, ইরান তার সর্বশেষ বৈজ্ঞানিক অর্জনাবলি ইরাকসহ বন্ধু ও প্রতিবেশী দেশগুলোতে পেশ করতে প্রস্তুত রয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।