শুক্রবার, ৩১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ফ্রান্সে ইরানি ছবি ‘মামান’র দুই পুরস্কার জয়

পোস্ট হয়েছে: নভেম্বর ১, ২০২২ 

news-image

ইরানি নাটক ‘মামান’ ফ্রান্সের লেস রিমবড ডু সিনেমা উৎসবে দুটি পুরস্কার জিতেছে। চলচ্চিত্রটির তারকা রোয়া আফসার এবং এরফান ইব্রাহিমি সেরা অভিনেতা এবং সহ-অভিনেতার পুরস্কার জিতেছেন।আফশার একজন নারীর চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কার পেয়েছেন। যুদ্ধ শুরু হওয়ার পর বছর আগে তিনি তার নাম, চাকরি এবং স্বামী সহ একসময়কার তার সমস্ত সুন্দর জিনিস হারিয়ে ফেলেন।এখন তিনি একজন ক্যাব চালক হিসেবে কাজ করেন এবং তার তিন ছেলের মধ্যে দু’জনের সাথে একটি ছোট অ্যাপার্টমেন্টে থাকেন। তাদের মধ্যে একজন ইব্রাহিমী চিত্রিত হয়েছেন। সূত্র: তেহরান টাইমস।