বৃহস্পতিবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ফের শেয়ারবাজারে তেল ও কনডেনসেট বিক্রির উদ্যোগ ইরানের

পোস্ট হয়েছে: নভেম্বর ১৪, ২০১৯ 

news-image

ইরান শেয়ারবাজারের মাধ্যমে আরো ৬০ লাখ ব্যারেল তেল এবং কনডেনসেট বিক্রির জন্য প্রস্তুত করেছে। স্থানীয় শেয়ারবাজারে আগামী সপ্তাহে এসব তেল ও কনডেনসেট বিক্রি করা হবে বলে জানিয়েছে ইরানের জাতীয় তেল কোম্পানি।

বুধবার জাতীয় তেল কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, ইরান এনার্জি এক্সচেঞ্জে আগামী সোমবার থেকে তিন দিনে এসব তেল বিক্রি করা হবে। বিবৃতিতে বলা হয়েছে, ২০ লাখ ব্যারেল অতিমাত্রায় হালকা কনডেনসেট বিক্রি করা হবে যার প্রতি ব্যারেলের প্রাথমিক মূল্য ধরা হয়েছে ৫৭.৮৭ ডলার। তেল এবং প্রাকৃতিক গ্যাস থেকে বাইপ্রডাক্ট হিসেবে এই কনডেনসেট উৎপাদিত হয়।

ইরানের জাতীয় তেল কোম্পানি আরো জানিয়েছে, মঙ্গলবার ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি করা হবে যার প্রতি ব্যারেলের মূল্য হবে ৫৬.৭২ ডলার। এছাড়া, আরো ২০ লাখ ব্যারেল ভারী অপরিশোধিত তেল বুধবার বিক্রি করা হবে যার প্রাথমিক মূল্য ধরা হয়েছে ব্যারেল প্রতি ৫২.৬০ ডলার।

ইরান গত গ্রষ্মী থেকে শেয়ার বাজারের মাধ্যমে বিদেশি ক্রেতাদের কাছে সরাসরি তেল বিক্রি শুরু করেছে। ঘোষিত মূল্যে ৬০ লাখ ব্যারেল তেল বিক্রি হলে তা থেকে ৩৫ কোটি ডলার আয় আসবে। পার্সটুডে