বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ফের ইরানের ভারোত্তলন দলের কোচ হলেন রাভাসি

পোস্ট হয়েছে: জুন ১৪, ২০২০ 

news-image

ইরানের ভারোত্তলন দলের প্রধান কোচ হিসেবে আবারো নিয়োগ পেয়েছেন আলি আসগার রাভাসি। রোববার তাকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়।

ইরানের ভারোত্তলন সংস্থার প্রধান হোসেইন রেজাজাদেহ ও ইরান স্পোর্টস ফেডারেশন ফর দ্যা ডিজাবল্ড এর প্রেসিডেন্ট এক সভায় তকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেন।

রাভাসি এরআগে ২০১২ প্যারালিফ্টিং গেমসে ইরানি ভারোত্তলন দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। এরপর ২০১৮ এশিয়ান প্যারা গেমসেও তিনি ইরানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি হোসেইন তাভাকোলির স্থানে পুনরায় ভারোত্তলন দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন। ২০০০ সিডনি অলিম্পিকে স্বর্ণজয়ী তাভাকোলি ২০২০ প্যারালিম্পিক গেমসে নেতৃত্ব দেয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির জন্য ইভেন্টটি স্থগিত করা হয়েছে। সূত্র: তেহরান টাইমস।