ফিলিস্তিনি এবং রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতনের বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ
পোস্ট হয়েছে: জুলাই ৩০, ২০১৭

তেহরানে শুক্রবার ফিলিস্তিনি এবং রোহিঙ্গা মুসলমানদের ওপর চলমান হত্যাকাণ্ড, নির্যাতন এবং অপরাধ তৎপরতার বিরুদ্ধে বিশাল বিক্ষোভ হয়েছে। জুম্মার নামাজের পর এ বিক্ষোভ হয়।
‘ইুহুদিবাদী ইসরাইল ধ্বংস হোক, বলে শ্লোগান দেন বিক্ষোভকারীরা। বিশ্বের বলদর্পী শক্তিগুলোর মোকাবেলায় মুসলমানদের ঐক্য জোরদারের আহ্বানও জানান তারা।
নির্যাতিত ফিলিস্তিনিদের বিরুদ্ধে আল-আকসা মসজিদে ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক হত্যাকাণ্ডের কঠোর নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছেন বিক্ষোভকারীরা। এতে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বর্বরোচিত হত্যাকাণ্ড, অপরাধ তৎপরতা এবং নির্যাতনেরও কঠোর নিন্দা জানানো হয়।
– পার্সটুডে|