সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ফিলাডেলফিয়া উৎসবে যাচ্ছে ইরানের সাত সিনেমা

পোস্ট হয়েছে: অক্টোবর ১৫, ২০২৩ 

news-image

ফিলাডেলফিয়া এশিয়ান আমেরিকান ফিল্ম ফেস্টিভালের ১৫তম আসরে সাতটি ইরানি চলচ্চিত্র দেখানো হবে।
আদেল তাবরিজির ‘পাঞ্চ ড্রান্ক’ উৎসবের প্রধান বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে। ২ থেকে ১২ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে উৎসবটি অনুষ্ঠিত হবে।

চলচ্চিত্রটি ১৯৯৬ সালে তেহরানের একটি ঘটনাকে নিয়ে তৈরি করা হয়েছে। ছবিটির গল্পের মূল চরিত্রে মাহতাবকে দেখা যাবে। তিনি তার ১০ বছর বয়সী সন্তান এরফানের সাথে থাকেন। জেলে থাকা স্বামী মোর্তেজার সাথে তার ডিভোর্স হয়েছে।

ওই চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে হাদি শিবানির স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাটভোমান’, ফরশিদ গ্যাভিলিয়ানের ‘জাকাও’ এবং করিম আজিমির ‘সারভাইভার’। সূত্র: তেহরান টাইমস