সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ব্রাজিলকে হারাল ইরান

পোস্ট হয়েছে: নভেম্বর ১৩, ২০২৩ 

news-image

২০২৩ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ সি-তে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছে ইরান।।
জাকার্তা আন্তর্জাতিক স্টেডিয়ামে ২৮তম মিনিটে ব্রাজিল দলকে এগিয়ে দেন রায়ান।

প্রথমার্ধের ইনজুরি টাইমে আত্মঘাতী গোল করেন ইরানের আবুলফজল জামানি।৫৪তম মিনিটে ইয়াঘুব বারাজে এক গোল করেন। ৬৯তম মিনিটে কাসরা তাহেরি স্কোর সমতায় আনেন। চার মিনিট পর ইসমায়েল ঘোলিজাদে গোল দিয়ে ম্যাচ ৩-২ স্কোরে এগিয়ে নেন।

ব্রাজিল সমতা আনার জন্য চাপে পড়ে। কিন্তু কোন লাভ হয়নি। শেষ বাঁশিতে ইরানের খেলোয়াড় এবং কর্মীদের মধ্যে জয় উদযাপন শুরু হয়।

আগের দিন একই গ্রুপে নিউ ক্যালেডোনিয়াকে ১০-০ গোলে হারায় ইংল্যান্ড। ইরানের মঙ্গলবার ও শুক্রবার যথাক্রমে ইংল্যান্ড ও নিউ ক্যালেডোনিয়ার মুখোমুখি হওয়ার কথা রয়েছে। সূত্র: তেহরান টাইমস