ফিফা অনুর্ধ ১৭ ওয়ার্ল্ড কাপে গিনির বিপক্ষে ইরানের জয়
পোস্ট হয়েছে: অক্টোবর ১০, ২০১৭
ফিফা অনুর্ধ ১৭ ওয়ার্ল্ড কাপ গিনির বিপক্ষে জয় দিয়ে শুরু করেছে ইরান। গ্রুপ সি’র ম্যাচে প্রতিপক্ষকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের প্রথম জয় ঘরে তুলেছে ইরানি খেলোয়াড়রা।
গত শনিবার ভারতের পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়াম মুখোমুখি হয় দুই দেশ।খেলা শুরু হওয়ার পর প্রথম ৪৫ মিনিটে কোনো পক্ষই গোল করতে সক্ষম হয়নি। তবে ম্যাচের প্রথমার্ধ গোল শূন্য থাকলেও বিরতি পর দারুণ খেলা উপহার দেন ইরানিরা।
খেলার ৫৯ মিনিটের মাথায় ইরানের পক্ষে প্রথম গোল করেন আল্লাহিয়ার সাইয়েদ। এরপর ৭০ মিনিটের মাথায় মোহাম্মেদ শরিফি এবং ৯০ মিনিটের মাথায় তৃতীয় গোল করেন সাইদ কারিমি।
অন্যদিকে, দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের মাথায় মাত্র একটি গোল করতে সক্ষম হয় গিনি।আগামী মঙ্গলবার ইরান প্রতিপক্ষ জার্মানি ও গিনি কোস্টারিকার মুখোমুখি হবে।সূত্র: ফিনান্সিয়াল ট্রিবিউন।