সোমবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ফাস্টনেট উৎসবে লড়বে তিন ইরানি ছবি

পোস্ট হয়েছে: মে ৯, ২০২৩ 

news-image

ইরানের শর্ট মুভি ‘ওয়ার্ল্ড কাপ’, ‘থ্রি সিস্টারস’ এবং ‘স্প্লিট এন্ডস’ ফাস্টনেট ফিল্ম ফেস্টিভালে (এফএফএফ) প্রতিদ্বন্দ্বিতা করবে। আন্তর্জাতিক উৎসবটি ২৪ থেকে ২৮ মে আয়ারল্যান্ডের শুল এবং কর্কে অনুষ্ঠিত হবে।

‘ওয়ার্ল্ড কাপ’ মরিয়ম খোদাবখশ পরিচালিত একটি নাটক। চলচ্চিত্রটিতে এক দম্পতির গল্প বর্ণনা করা হয়েছে। তাদের অভিবাসনের রাতে কিছু ঘটে যায়। তারপর একটি গোপনীয়তা প্রকাশ পেয়ে যায়।

ডকুমেন্টারি ‘থ্রি সিস্টারস’ হচ্ছে শহর এবং মৃত্যুর উপর নির্মিত একটি ধ্যানমূলক সিম্ফনি। চলচ্চিত্র নির্মাতা ইমান বেহরুজি সেই জায়গায় ফিরে আসেন যেখানে তিনি ১৮ বছর আগে আত্মহত্যা নিয়ে একটি চলচ্চিত্র তৈরি করেছিলেন। এখন, তেহরানের জনাকীর্ণ রাস্তায় এবং দেয়াল দিয়ে ঘেরা শহরের কোণায় তিনি সেই কারণগুলির সন্ধান করছেন যা তিন বোনকে একসাথে তাদের জীবন শেষ করতে প্ররোচিত করেছিল।

আলিরেজা কাজেমিপুরের ‘স্প্লিট এন্ডস’ নাটকটি একজন ন্যাড়া মাথার নারী এবং লম্বা চুলের একজন পুরুষের গল্প তুলে ধরেছে। তারা হিজাব পরিহিত ছিল না। ট্রাফিক ক্যামেরা তাদের ধরলে তারা জরিমানা দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করে।

এই বছর, ফাস্টনেট ফিল্ম ফেস্টিভ্যালে ১৮টি প্রতিযোগিতার পুরস্কারের বিভাগ রয়েছে। এতে ৪২টি বিভিন্ন দেশ থেকে ৪৭৪টি চলচ্চিত্র অংশ নিয়েছে। সূত্র: তেহরান টাইমস।