ফারাবি আন্তর্জাতিক পুরস্কার বিজয়ীদের সম্মাননা
পোস্ট হয়েছে: জুলাই ১২, ২০২২
জাতীয় ও আন্তর্জাতিক উভয় বিভাগে মানবিক ও ইসলামিক স্টাডিজ বিষয়ে ১৩তম ফারাবি আন্তর্জাতিক পুরস্কার (এফআইএ) বিজয়ীদের সম্মাননা জানানো হয়েছে। মঙ্গলবার
তেহরানে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং বিশিষ্ট অধ্যাপক ও গবেষকদের উপস্থিতিতে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফারাবি আনর্জাতিক উৎসবের সচিবালয়ের ঘোষণা অনুযায়ী, এই উৎসবে বিচারের জন্য জমা দেওয়া ২০৭টি কাজের মধ্যে ১৬টি কাজ বাছাই করা হয় এবং ২টি বিভাগে যুব ও প্রাপ্তবয়স্কদের স্বীকৃতি দেয়া হয়।
পুরস্কারের লক্ষ্য মানবিক ও ইসলামি অধ্যয়নের ক্ষেত্রে সেরা গবেষণাগুলি পরিচয় করিয়ে দেওয়া এবং সম্মাননা জানানো।
ইরান থেকে মোট ৩২ জন বিজ্ঞানী এবং বিশেষজ্ঞকে নির্বাচিত করা হয় এবং ১০ জন বিদেশী নাগরিককে আন্তর্জাতিক ক্ষেত্রে শীর্ষ গবেষক হিসেবে নির্বাচিত করা হয়।
ফারাবি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ইসলামিক বিশ্বের মানবিক ও ইসলামিক স্টাডিজের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রণালয় প্রতিবছর মন্ত্রণালয়ের কালচারাল অ্যান্ড সোশ্যাল স্টাডিজ ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় এই পুরস্কার প্রদান করে। সূত্র: তেহরান টাইমস।