‘ফাখরা’ ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের ক্লিনিকাল ট্রায়াল শুরু
পোস্ট হয়েছে: জুন ১০, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/06/3791947.jpg)
ইরানের দৈশীভাবে তৈরি ‘ফাখরা’ ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। ভ্যাকসিন প্রকল্পটির একজন মুখপাত্র জানিয়েছেন, আজ থেকে ১৮ হতে ৭০ বছর বয়সী ৫শ জন স্বেচ্ছাসেবীকে টিকাটি দেয়া হবে।
স্বাস্থ্যসেবা বিষয়ক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা আল্লাহ ভারন বুধবার বলেন, প্রথম ধাপে ১৩৫জন স্বেচ্ছাসেবীর শরীরে ‘ফাখরা’ টিকা সফলভাবে প্রয়োগ করা হয়েছে। টিকা নেয়ার পর সবার শারীরিক অবস্থা ভালো রয়েছে।এপর্যন্ত কোনো গুরুতর জটিলতা দেখা দেয়নি। সূত্র: মেহর নিউজ এজন্সি।