ফলিত গণিতে মধ্যপ্রাচ্যে শীর্ষে ইরান
পোস্ট হয়েছে: ডিসেম্বর ৩১, ২০১৮

ফলিত গণিতের বিকাশে ২০১৭ সালে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে শীর্ষ অবস্থানে রয়েছে ইরান। এসসিআইম্যাগো জার্নাল অ্যান্ড কান্ট্রি র্যাঙ্কিং(এসজেআর) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এই চিত্র দেখা গেছে। বুধবার ইরানি বার্তা সংস্থা ইসনা এই খবর দিয়েছে।
ইরান মোট ১ হাজার ৫২৮টি গাণিতিক নথি, ১ হাজার ৪৭৫টি উল্লেখযোগ্য উদ্ধৃত করার মতো নথি ও আন্তর্জাতিক পেপারে উদ্ধৃত ৬২৬টি সিটেশন নিয়ে ফলিত গণিতে প্রথম স্থান অর্জন করেছে।
প্রতিবেদন মতে, ইরান ফলিত গণিতের বিকাশে তুরস্ক, সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, কাতার, ইরাক, লেবানন, ওমান, কুয়েত, ফিলিস্তিন, ইয়েমেন, সিরিয়া ও বাহরাইনকে পেছনে ফেলে শীর্ষ স্থান দখল করেছে। সূত্র: তেহরান টাইমস।