সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ফজর থিয়েটার উৎসবে লড়বে ২৮ নাটক

পোস্ট হয়েছে: জানুয়ারি ১৭, ২০২১ 

news-image

৩৯তম ফজর আন্তর্জাতিক থিয়েটার উৎসবের জাতীয় প্রতিদ্বন্দ্বিতা বিভাগে মঞ্চায়নের জন্য ২৮টি নাটক বাছাই করা হয়েছে।  বুধবার আয়োজকরা এই ঘোষণা দেন।

বাছাইকৃত এসব নাটকের মধ্যে রয়েছে সায়েইদ জারেই পরিচালিত ‘স্মোকিং রুম’, মোহাম্মাদরেজা মাহমুদির ‘পিনোকচিও’, আলিরেজা মারুফির ‘বডিজ’, এহসান আব্দুলমালেকির ‘রাশোমোন’, মোহাম্মাদ মেহদি খাতামির ‘ব্লাডি থাজডে’ ও আমিরহোসেইন গাফফারির ‘নাশখ’।

এছাড়া উৎসবে প্রাদেশিক অ্যাওয়ার্ড বিজয়ী কয়েকটি মঞ্চনাটকও প্রদর্শিত হবে। সূত্র: তেহরান টাইমস।