রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

প্লাস্ট ইউরেশিয়ায় অংশ নেবে ইরানের বিজ্ঞানভিত্তিক ১৩ ফার্ম

পোস্ট হয়েছে: নভেম্বর ২৩, ২০২১ 

news-image

৩০তম আন্তর্জাতিক ইস্তাম্বুল প্লাস্টিক ইন্ডাস্ট্রি ফেয়ার (প্লাস্ট ইউরেসিয়া ইস্তান্বুল ২০২১) এ অংশ নেবে ইরানের বিজ্ঞানভিত্তিক ১৩টি কোম্পানি। ইরান জাতীয় উদ্ভাবন তহবিল আইএনআইএফ এর প্রধান উন্নয়ন কর্মকর্তা সিয়াভাশ মালেকিফার এই তথ্য জানিয়েছেন।তিনি জানান, তুরস্কে ১ থেকে ৪ ডিসেম্বর অনুষ্ঠিতব্য প্লাস্ট ইউরেশিয়া ইস্তাম্বুল ২০২১ এ ১৩টি বিজ্ঞানভিত্তিক কোম্পানি অংশ নেবে।মালেকিফার জানান, এসব বিজ্ঞানভিত্তিক কোম্পানি প্লাস্টিক, পলিমার ও সংশ্লিষ্ট শিল্পের ক্ষেত্রে তাদের সর্বশেষ সাফল্যগুলো মেলায় উপস্থাপন করবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।