প্রীতি মাচে কাতারকে হারাল ইরান
পোস্ট হয়েছে: নভেম্বর ২৮, ২০১৮

এফআইবিএ ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি ম্যাচে কাতারের বিপক্ষে খেলতে নেমেছিল ইরান। শুক্রবার দোহায় দুদেশের জাতীয় বাস্কেটবল টিমের মধ্যে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে কাতারি প্রতিপক্ষকে ৭৫-৬৪ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে ইরানি স্কোয়াড।
রোববার কাতার বাস্কেটবল টিমের সাথে আবারও খেলার কথা রয়েছে ইরানের জাতীয় দল ‘টিম মেল্লির’।
এরআগে ইরান ৩০ নভেম্বর মেলবর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে। অতঃপর ৩ ডিসেম্বর পাসায়তে ফিলিপাইনের সঙ্গে প্রীতি ম্যাচ খেলে ইরানি টিম।
টিম মেল্লি গ্রুপ এফ এ ৬-২ রেকর্ড নিয়ে বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ইরানের আগে ৭-১ রেকর্ড নিয়ে প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, ফিলিপাইনের (৫-৩) চেয়ে এগিয়ে রয়েছে ইরান। ইরানের সাথে একই গ্রুপে আরও রয়েছে জাপান, কাজাখস্তান ও কাতার।
ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়, ইরানি কোচ মেহরান শাহিনতাব টিম মেল্লিতে হামেদ হাদ্দাদি, সামাদ নিকখাহ বাহরামি ও আরসালান কাজেমিকে আমন্ত্রণ জানান নি। সূত্র: তেহরান টাইমস।