প্রাণীর ওপর পরীক্ষায় সফল ইরানের ভ্যাকসিন
পোস্ট হয়েছে: জুলাই ৫, ২০২০

ইরানের তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন (টিকা) প্রাণীর ওপর পরীক্ষায় সফল হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকি। তিনি বলেন, ইরান কোভিড-১৯ ভ্যাকসিন তৈরিতে ভালো পদক্ষেপ নিয়েছে। আমাদের বিজ্ঞানীরা ভ্যাকসিনটির প্রাণী মডেলের সফল পরীক্ষা চালিয়েছে।
মঙ্গলবার ‘ফারমেক্স মিডল ইস্ট’র উদ্বোধনী অনুষ্ঠানে ইরানি মন্ত্রী এই তথ্য জানান। এসময় তিনি ইরানের ওষুধ শিল্পের অবস্থা তুলে ধরেন।
নামাকি বলেন, অঞ্চলে ওষুধের কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে ইরানের ওষুধ শিল্প বিশ্বের অন্যতম প্রধান সরবরাহকারী। গত বছর ওষুধ উৎপাদনের সামগ্রিক সক্ষমতা বেড়েছে ৩০ শতাংশ। সূত্র: মেহের নিউজ এজেন্সি।