প্রতিরোধমূলক অর্থনীতি ইরানের মর্যাদা বাড়াতে পারে: সর্বোচ্চ নেতা
পোস্ট হয়েছে: জুন ১৯, ২০১৬

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, প্রতিরোধমূলক অর্থনীতির সঠিক বাস্তবায়ন ইরানের প্রয়োজন মেটাতে পারে এবং দেশের মর্যাদা বাড়িয়ে দিতে পারে। কারণ দেশীয় সক্ষমতার ওপর ভিত্তি করে এ ধরনের অর্থনীতি গড়ে ওঠে।
শনিবার রাজধানী তেহরানে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষাবিদদের এক সমাবেশে সর্বোচ্চ নেতা এসব কথা বলেছেন।
তিনি বলেন, “আমি যে বিষয়টির ওপর বিশেষ গুরুত্ব দিতে চাইছি তাহলো বৈজ্ঞানিক উন্নয়নের গতি। আজ আমাদের দরকার বৈজ্ঞানিক উন্নতি দ্রুততর করা।” সূত্র: পার্স টুডে