প্রতিবেশীদের ল্যাব সেবা দিচ্ছে ইরান
পোস্ট হয়েছে: জুলাই ২১, ২০২০
প্রতিবেশী দেশগুলোতে ল্যাবরেটরি (পরীক্ষাগার) সেবা দিচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। এসব দেশে উল্লেখযোগ্য সংখ্যক গবেষক থাকায় প্রতিবেশী দেশগুলো ল্যাব সেবা রপ্তানি সম্প্রসারণের একটি ভালো প্লাটফর্ম হয়ে উঠেছে।
ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্সির ল্যাবরেটরি নেটওয়ার্কের পরিচালক রেজা আজাদি-ফার্দ বলেন, দেশের পরীক্ষাগার সেবার মান বেড়েছে। এসব সেবা অন্যান্য দেশে সরবরাহ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি। খবর আইআরএনএ এর।
তিনি বলেন, দেশের ল্যাব সেবা বৈশ্বিক বাজারে পরিচিত করার অন্যতম উত্তম পন্থা হচ্ছে তা রপ্তানি করার সুযোগ তৈরি করা। তিনি নিশ্চিতভাবেই বলেন, এই সেবা অন্যান্য দেশে রপ্তানির গ্রহণযোগ্য সক্ষমতা রয়েছে তার দেশের। সূত্র: তেহরান টাইমস।