প্রতিবেশী দেশগুলোতে সেল থেরাপি সেন্টার চালু করছে ইরান
পোস্ট হয়েছে: জুন ১২, ২০২৩
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2023/06/4555647.jpg)
প্রতিবেশী দেশগুলিতে সেল থেরাপি কেন্দ্র চালু এবং সেইসাথে সংশ্লিষ্ট পণ্যের রপ্তানি বাড়ানোর পরিকল্পনা করছে ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্সি। বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়, ভাইস প্রেসিডেন্সি স্টেম সেল এবং পুনরুৎপাদনকারী ওষুধের ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলির সাথে সংযোগ স্থাপনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে কাজ করছে।
এর অংশ হিসেবে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত এবং স্টেম সেল ও রিজেনারেটিভ মেডিসিনের ক্ষেত্রে তৎপর কোম্পানির সিইওদের একটি গ্রুপের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
এই বৈঠকের লক্ষ্য ছিল, স্টেম সেল এবং পুনরুৎপাদনকারী ওষুধের ক্ষেত্রে প্রযুক্তি উন্নয়ন ও স্থানান্তর এবং টার্গেট দেশগুলির সাথে মিথস্ক্রিয়ায় সহায়তা করা।
ইরান ও অন্যান্য দেশের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতার উন্নয়নের সুযোগ তৈরি করাও বৈঠকের অন্যতম লক্ষ ছিল। সূত্র: তেহরান টাইমস।