মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে জাজিম বোনার ঐতিহ্য

পোস্ট হয়েছে: অক্টোবর ১২, ২০২২ 

news-image

ইরানে তুলা বা উল থেকে বোনা একটি দেশীয় ধরনের পাটি জাজিম। দেশটির মাজানদারান প্রদেশের সাভাদকুহের আলাশ্ত গ্রামে দীর্ঘদিন ধরে এই উল্লেখযোগ্য কারুকাজ হয়ে আসছে।বর্ণনায় পাওয়া যায়, এই নৈপুণ্য এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে চলে আসছে এবং এটি একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। কন্যারা তাদের মায়ের কাছ থেকে জাজিম বোনা শিখেছে।জাজিম মেঝে ঢাকতে ব্যবহার করা হয়। পুরুত্বের দিক থেকে এটি পুরু কাপড় এবং কেলিমস বা ‘পালাস’ (এক ধরনের মোটা কাপড়) এর মধ্যবিন্দু।বহুকাল আগে থেকেই আলাশ্তের নারী কারু শিল্পীরা জাজিম বুননের সাথে জড়িত। এটি করে তারা কেবল পরিবারের আয়ের একটি অংশ জোগাড় করে না বরং এই পণ্যের তাঁতীরা কাঁচামাল উৎপাদনকারীদের সাথে সংযুক্ত করে এক ধরনের সামাজিক কাঠামো তৈরি করে।ভিজিট ইরান অনুযায়ী, প্রাচীন নৈপুণ্যটি ২০১৮ সালে আলাশ্ত গ্রামের প্রধান হস্তশিল্প হিসেবে সাংস্কৃতিক ঐতিহ্য, হস্তশিল্প এবং পর্যটন সংস্থা থেকে জাতীয় স্বীকৃতি পেয়েছে। এর প্রাচীন ইতিহাস এবং উচ্চ মানের রেকর্ড ছাড়াও স্থানীয় সম্পদ থেকে সমস্ত কাঁচামালের সরবরাহ এই স্বীকৃতির পেছনে ভূমিকা রেখেছে।এই জাজিমগুলি স্থানীয়ভাবে প্রজনন করা ভেড়া থেকে উৎপাদিত সুতা ব্যবহার করে বোনা হয় এবং ইরানের উত্তর অঞ্চলে ঘন ঘন জন্মানো উদ্ভিদ থেকে ভেষজ রঙ্গক ব্যবহার করে রাঙানো হয়। পণ্যটি রপ্তানি করেও আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছে। সূত্র: তেহরান টােইমস।