শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

প্যারিসে ইরানি ইন্টেরিয়র ডিজাইনার দল

পোস্ট হয়েছে: আগস্ট ২৯, ২০১৬ 

news-image

ইরানের ২৫ জন ইন্টেরিয়র ডিজাইনার ফ্রান্সের রাজধানী প্যারিসে মেইসন অ্যান্ড অবজেক্ট ট্রেড শোতে অংশ নিচ্ছেন। এ আন্তর্জাতিক ইন্টেরিয়র ডিজাইন প্রদর্শনী শুরু হচ্ছে আগামী ২রা সেপ্টেম্বর।

ওই প্রদর্শনীতে ইরানের ডিজাইনাররা ইনডোর লাইটিং টুলস, ডেকোরেটিভ পণ্য ও কুশন উপস্থাপন করবেন। তেহরানভিত্তিক জিন ডিজাইন স্টুডিও এসব পণ্য প্যারিসের প্রদর্শনীতে পরিবেশন করবে। জিন স্টুডিও এমন একটি প্রতিষ্ঠান ও আর্ট ইনস্টিটিউ যারা দৈনন্দিন জীবনের ব্যবহারিক বিষয়গুলো খেয়াল করে এবং নান্দনিক পণ্য তৈরি করে থাকে। ইরানের বিভিন্ন স্থান থেকে ঐতিহ্যবাহী ও নতুনত্বের সংমিশ্রণে এধরনের পণ্য তৈরি করা হয়ে থাকে।

অন্যদিকে মেইসন অ্যান্ড অবজেক্ট ফ্রান্সের প্রধানতম ইন্টেরিয়র ডিজাইন প্রদর্শনীর আয়োজন করে থাকে। দু’বছর পর পর এধরনের প্রদশর্নীর আয়োজন করা হয়। ইউরোপের প্রধানতম তিনটি প্রদর্শনীর মধ্যে এটি অন্যতম। ইন্টেরিয়র ডিজাইন সম্পর্কে আধুনিক ধ্যানধারণা ছাড়াও নতুন নতুন পণ্যের সমাহার ঘটে এ প্রদর্শনীতে। এ প্রদর্শনী চলবে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত।