প্যারালিম্পিকে অংশগ্রহণ করবে দুই ইরানি অ্যাথলেট
পোস্ট হয়েছে: জানুয়ারি ১২, ২০২০

জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিতব্য ২০২০ সালের গ্রীষ্মকালীন প্যারালিম্পিক গেমস প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দুজন তাইকোয়ান্দো অ্যাথলেট পাঠাবে ইরানের জাতীয় প্যারালিম্পিক কমিটি (এনপিসি)।
প্যারালিম্পিক গেমসের ১৬তম আসরটি টোকিওতে আগামী ২৫ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। প্যারালিম্পিকে প্রথমবারের মতো তাইকোয়ান্দো খেলাটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আসরের এই ইভেন্টে অ্যাথলেটরা ছয়টি পদকের জন্য লড়াই করবেন।
আসরে ‘ইরানি হারিকেন’ নামে পরিচিত মাত্র ২৩ বছর বয়সী ইরানি অ্যাথলেট মাহদি পুররাহনামা’র দিকেই সকলের চোখ! কেননা, ইতিমধ্যে মাহদি পুরুষদের কে ৪৪ ইভেন্টে +৭৫ কেজি শ্রেণিতে ছয়টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক অর্জন করে নিয়েছেন। এছাড়া যে কোন মর্যাদাপূর্ণ ইভেন্টে তিনি সোনার মেডেল জিতে নিতে অভ্যস্ত।
ইরানি অ্যাথলেট হিসেবে প্রতিনিধিত্বকারী আরেক খেলোয়াড় হলেন আসগর আজিজি। পুরুষদের কে ৪৪ ইভেন্টের +৭৫কেজি শ্রেণিতে প্রতিযোগিতা করবেন আজিজি। সূত্র: তেহরান টাইমস।