শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

পোল্যান্ডে ইরানের রপ্তানি বেড়েছে ১১৪ শতা্ংশ

পোস্ট হয়েছে: মে ১০, ২০২২ 

news-image

গেল ইরানি বছরে (২০ মার্চ ২০২১ থেকে ২১ মার্চ ২০২২) পোল্যান্ডে ইরানের তৈল বহির্ভূত রপ্তানি ১১৪ শতাংশ বেড়েছে। আগের বছরের তুলনায় এই রপ্তানি বেড়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) মুখপাত্র রুহুল্লাহ লতিফি এই তথ্য জানান।ইরানি এই কর্মকর্তা জানান, গত বছর ইরান ও পোল্যান্ডের মধ্যে ৫৩ দশমিক ১৯৮ মিলিয়ন ডলার মূল্যের ২২ হাজার ৬৬৪ টন তেল বহির্ভূত পণ্য বিনিময় হয়। যা আগের বছরের তুলনায় ওজন এবং মূল্যের দিক থেকে যথাক্রমে ৭৯ এবং ২৮ শতাংশ বেশি।আইআরএনএ এর প্রতিবেদনে বলা হয়, রবিবার পোলিশ পররাষ্ট্রমন্ত্রী জেবিগনিউ রাউ ইরানের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে তেহরানে পৌঁছলে কর্মকর্তা এই মন্তব্য করেন।ইরান উল্লিখিত বছরে পোল্যান্ডে ২ কোটি ৪০ লাখ ৫৯ হাজার ৯৫৭ মার্কিন ডলার মূল্যের ১৮ হাজার ১৩৪ টনেরও বেশি পণ্য রপ্তানি করেছে। যা ওজন এবং মূল্যের দিক থেকে যথাক্রমে ১৪৫ এবং ১১৪ শতাংশ বেশি বলে জানান তিনি। সূত্র: তেহরান টাইমস।