মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

পেজেশকিয়ান বললেন মুসলিম বিশ্বের সম্মান রক্ষা করেছেন নাসরুল্লাহ; ‘প্রতিরোধকে উচ্চ মাত্রা দিয়েছেন নাসরুল্লাহ’

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৩, ২০২৫ 

news-image

লেবাননের হিজবুল্লাহর শহীদ মহাসচিবের জানাজার প্রাক্কালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন: “আমরা আমাদের প্রতিশ্রুতিতে অটল আছি।”

লেবাননের হিজবুল্লাহর সাবেক মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এবং সংগঠনটির রাজনৈতিক পরিষদের চেয়ারম্যান সাইয়্যেদ হাশেম সাফি উদ্দিনের মরদেহ ২৩ ফেব্রুয়ারি দক্ষিণ লেবাননে দাফন করা হবে।

পার্সটুডে জানিয়েছে, মাসুদ পেজেশকিয়ান এ উপলক্ষে এক্স সোশ্যাল নেটওয়ার্কে একটি বার্তা পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন, লেবাননের মহান জাতি তার সব সাহসী সন্তান (বিশেষ করে এই দুই সাইয়্যেদের) জন্য গর্বিত হওয়ার অধিকার রাখে। এসব বীর তাদের প্রতিশ্রুতিতে অটল ছিলেন এবং আল্লাহর পথে শহীদ হওয়ার আগ পর্যন্ত জাতির সম্মান রক্ষা করে গেছেন। ইরানের প্রেসিডেন্ট তার বার্তায় আরও বলেন, “আমরা আমাদের প্রতিশ্রুতিতে অটল আছি।”

নাসরুল্লাহ হলেন মুসলিম জাতি এবং প্রতিরোধ ফ্রন্টের গর্ব: কলিবফ

প্রতিরোধ নেতাদের জানাজায় যোগদানের জন্য লেবানন রওনা হওয়ার আগে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফ বলেছেন, “আজকের দিনটি প্রতিরোধ ফ্রন্ট, মুসলিম জাতি এবং লেবাননের জনগণের মহত্ত্বের এক সন্ধিক্ষণ।” ইরানের পার্লামেন্টের স্পিকার জোর দিয়ে বলেন, শহীদ নাসরুল্লাহ হলেন ইসলামী জাতি, মুসলিম বিশ্ব এবং প্রতিরোধ ফ্রন্টের গর্ব।

সাইয়্যেদ হাসান প্রতিরোধকে কৌশলগত সমীকরণে রূপান্তরিত করেছিলেন: আরাকচি

শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এবং সাইয়্যেদ হাশেম সাফি উদ্দিনের জানাজায় অংশগ্রহণের জন্য বৈরুত সফরকারী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, “আজকের জানাজার অনুষ্ঠানের মধ্যদিয়ে বিশ্ব জানবে যে, প্রতিরোধ ও হিজবুল্লাহ জীবিত এবং তারা তাদের লক্ষ্য পানে অটল রয়েছে।” ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “আরব ও মুসলিম বিশ্বের অনেক নেতা বিদেশী চাপের কাছে মাথা নত করলেও সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ দৃঢ়তা এবং মর্যাদার সাথে প্রতিরোধের ধারণাকে গোটা অঞ্চলে একটি কৌশলগত সমীকরণে পরিণত করেছিলেন।”

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এই অঞ্চলের তরুণদের মধ্যে সচেতনতা জাগিয়ে তুলেছেন: লারিজানি

ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী লারিজানি জোর দিয়ে বলেছেন, শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এই অঞ্চলের তরুণদের সচেতন করে গেছেন। তিনি তরুণদের মধ্যে সতর্ক থাকার মনোভাব গড়ে তুলেছিলেন। তিনি একজন মুসলিম রাজনীতিক।

আমাদেরকে অবশ্যই “সৈয়দ হাসান” এর কণ্ঠস্বর হতে হবে: ইরানের একেশ্বরবাদী ধর্মের নেতারা:

তেহরানের হযরত ইউসুফ গির্জায় শহীদ নাসরুল্লাহর স্মরণে আয়োজিত এক সভায় ইরানের একেশ্বরবাদী ধর্মের নেতারা জোর দিয়ে বলেছেন, আমাদেরকে অবশ্যই সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর বক্তব্য সবার সামনে তুলে ধরতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। ফিলিস্তিনি এবং লেবাননকে এই দুঃখ-দুর্দশা থেকে মুক্ত করতে হবে। গির্জার কর্তব্য হলো জনগণের কণ্ঠস্বর হওয়া এবং যেসব ফিলিস্তিনির কথা বিশ্বের কানে পৌঁছায় না তাদের বক্তব্য গোটা বিশ্বের সামনে তুলে ধরা।

পার্সটুডে/