পূর্ব ইরানে পুরাপলীয় যুগের ৩০টি স্থান আবিষ্কার
পোস্ট হয়েছে: জুলাই ২৮, ২০২০

পূর্ব ইরানে ত্রিশের অধিক পুরাপলীয় স্থান আবিষ্কৃত হয়েছে। সম্প্রতি পূর্বাঞ্চলীয় সাউথ খোরাসান প্রদেশের ফেরদৌস কাউন্টিতে পরিচালিত এক জরিপে স্থানগুলো আবিষ্কৃত হয়।
ইতিহাস রচয়িতারা ইতিহাসের প্রাচীন সময়কে (ইতিহাসপূর্ব সময়) পুরাতন পাথরের যুগ বা প্রত্নপ্রস্তর যুগ বলেন। পুরাপলীয় মানুষগুলো ছিল যাযাবর, তারা অন্যান্য প্রাণীর অনুসরণ করতে এবং ভোজ্য গাছপালা অনুসন্ধান করতে এক স্থান থেকে অন্যস্থানে ঘুরে বেড়াত। ইতিহাস অনুযায়ী ৫০০০,০০০ থেকে ২০০০,০০০ খ্রিষ্টপূর্ব ছিল এমন সময়, যখন প্রাচীন মানুষ পাথরযন্ত্র নির্মাণ করেছিল। পুরুষ ও নারীরা সাধারণ যন্ত্র ও অস্ত্র তৈরি করেছিল, যেমন—খননকারী লাঠি, বর্শা ও কুঠার।
প্রত্নতাত্ত্বিক জরিপটির প্রধান আলি সাদরায়েই সোমবার আইআরএনএ কে বলেন, ফেরদৌস কাউন্টিতে ত্রিশের অধিক পুরাপলীয় যুগের স্থান চিহ্নিত হওয়ায় সাম্প্রতিক পরিচালিত জরিপটি বেশ তাৎপর্য বহন করে। সূত্র: তেহরান টাইমস।